জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করছিলেন প্রধানমন্ত্রী। বুধবারের সাংবাদিক বৈঠকে আত্মনির্ভর ভারত অভিযানের সেই আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য 3 লাখ কোটির ঋণের সুবিধার কথা ঘোষণা করেন তিনি।
পাশাপাশি জানান, ২০০ কোটির কম বরাতে আর গ্লোবাল টেন্ডার নয়। এবার স্থানীয় তথা দেশীয় শিল্পসংস্থাগুলিকে সরকারের টেন্ডার পাওয়ার সুযোগ দেওয়া হবে। আজকের সাংবাদিক বৈঠকে MSME অর্থাৎ দেশের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের জন্য ছ’টি ঘোষণা ঘোষণা করা হয়েছে। সেখানেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, ২০০ কোটির কম বরাতে আর গ্লোবাল টেন্ডার দেওয়া হবে না।
এবার স্থানীয় তথা দেশীয় শিল্পসংস্থাগুলিকে সরকারের টেন্ডার পাওয়ার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে ২০০ কোটির কম বরাতেও দেশীয় শিল্পসংস্থাগুলি টেন্ডার পাবে। টেন্ডার দেওয়ার পাশাপাশি আরও পাঁচটি ঘোষণা করা হয়। জানানো হয়, MSME সেক্টরে ৩ লাখ কোটির ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে। চার বছরের মেয়াদ হবে এই ঋণের। চলতি বছর ৩১ অক্টোবর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই প্য়াকেজ থেকে ৪৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই প্রকল্পে উপকৃত হবে।
অর্থমন্ত্রী বলেন, “MSME শিল্পের সংজ্ঞা বদলাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিছু ছোটো ও মাঝারি উদ্যোগপতি আশঙ্কায় রয়েছেন। ভাবছেন, যদি তাঁদের ব্যবসা বেড়ে যায়, তাহলে ছোটো ও ছোটো ও মাঝারি শিল্পের জন্য প্রদত্ত সুবিধা পাবেন না। এক্ষেত্রে MSME-কে নতুন সংজ্ঞা দান করা হচ্ছে। বছরে ১ কোটির বিনিয়োগ এবং ৫ কোটির টার্নওভার হলেই, তাকে মাইক্রো বা ক্ষুদ্র ইউনিট হিসেবে ধরা হবে। বছরে ১০ কোটির বিনিয়োগ এবং ৫০ কোটির টার্নওভার হলেই, তাকে ছোটো শিল্প বলা হবে। এবং বছরে ২০ কোটির বিনিয়োগ এবং ১০০ কোটির টার্নওভার হলেই, তাকে মাঝারি শিল্প বলা হবে।
এছাড়াও দেশের ছোটো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আরও কয়েকটি ঘোষণা করা হয় । অর্থমন্ত্রী জানান, অনাদায়ী ঋণগ্রস্ত MSME-কে ২০ হাজার কোটি টাকার অনুদান। উপকৃত হবে প্রায় ২ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টের মাধ্যমে চার হাজার কোটি টাকা দেবে সরকার। পাশাপাশি অনেক ছোটো ও ক্ষুদ্র শিল্পের ভালো করার বা বিকাশের সম্ভবনা রয়েছে। কিন্তু পর্যাপ্ত সুবিধা নেই, তাদের জন্য বাড়তি 50 হাজার কোটির সাহায্য।
আজ অর্থমন্ত্রী জানিয়ে দেন, CPSE ও সরকার ৪৫ দিনের মধ্যে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পগুলির সমস্ত পাওনা মিটিয়ে দেবে।
Be the first to comment