রাজ্যে শুরু সেন্টিনেল সার্ভে, করোনা রুখতে দেশের মধ্যে প্রথম, দাবি মমতার

Spread the love

করোনা সংক্রমণ রুখতে এবার সেন্টিনেল সার্ভের সিদ্ধান্ত নিলে রাজ্য সরকার ৷ বুধবার নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই সেন্টিনেল সার্ভে শুরু হচ্ছে ৷ করোনা সংক্রমণ রুখে কীভাবে ধাপে ধাপে লকডাউন তোলা যায়, সেই কৌশল ঠিক করতে এই সমীক্ষা সাহায্য করবে বলেই দাবি রাজ্যের৷ সব জেলাতেই এই সেন্টিনেল সার্ভে করা হবে ৷

করোনার মতো মহামারিকে রোখার ক্ষেত্রে সেন্টিনেল সার্ভে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত পদ্ধতি ৷ ভাইরাসের চরিত্র নির্ণয় করতেই এই সার্ভে করা হবে ৷ মুখ্যমন্ত্রী জানান, রোগের চরিত্র কীভাবে বদলাচ্ছে, ভবিষ্যতে তা বাড়তে পারে নাকি কমবে, সেই ধরনের তথ্য সংগ্রহেই এই সমীক্ষা করা হবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোভিড ১৯-এর গতিপ্রকৃতি নির্ণয় করতেই এই সমীক্ষা করা হচ্ছে ৷ দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গেই এই সার্ভে হচ্ছে ৷ স্থানীয় মানুষের মধ্যে সংক্রমণের হার বেশি, নাকি বাইরে থেকে আসা মানুষের মধ্যে, তাও বোঝা যাবে এই সমীক্ষায় ৷’

এই পদ্ধতিতে সংশ্লিষ্ট রোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে এলাকা ধরে ধরে সমীক্ষা চালিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করা হয় ৷ এই সমীক্ষায় এক একটি এলাকার নির্দিষ্ট সংখ্যক মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর তার ফলাফল বিশ্লেষণ করা হবে৷ ফলাফলের ভিত্তিতে চলবে নজরদারি ৷ কোন এলাকাকে কোন জোনের অন্তর্গত রাখা প্রয়োজন, কোথায় কন্টেইনমেন্ট জোন ঘোষণার প্রয়োজন, বেশি স্বাস্থ্যকর্মী মোতায়েন প্রয়োজন অথবা কোথায় লকডাউন শিথিল করেল ছাড় দেওয়া সম্ভব, এই সমীক্ষার ফল দেখে সেই সিদ্ধান্ত নিতে অনেকটাই সুবিধে হবে রাজ্য প্রশাসনের ৷

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, করোনার প্রকোপ কমাতে সবরকম চেষ্টা করছে রাজ্য সরকার ৷ রেড জোনগুলিকে দ্রুত অরেঞ্জ জোন, অরেঞ্জ জোন থেকে গ্রিন জোনে উন্নীত করার চেষ্টা চলছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*