পুর-বিদ্যালয়ের পড়ুয়াদের সোয়েটার, টিফিন বক্স, জলের বোতল বিতরণ

Spread the love

কলকাতা পুরসভার প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষাকেন্দ্রের ৩০ জন পড়ুয়ার হাতে সোয়েটার, টিফিন বক্স ও জলের বোতল তুলে দিলেন রাজ্যের মন্ত্রী তথা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ১৫ই ডিসেম্বর,২০১৭, শুক্রবার, উত্তমমঞ্চে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল পুরসভার শিক্ষা বিভাগ। সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির সূচনা করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মঞ্চে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়, মেয়র পরিষদ অভিজিৎ মুখোপাধ্যায়, দেবাশিস কুমার, পুরসভার শাসক দলের চিফ হুইপ রত্না শূর, বরো চেয়ারম্যান বৈশ্বানর চট্টোপাধ্যায় যুগ্ম পৌর মহাধ্যক্ষ তাপস চৌধুরী সহ একাধিক কাউন্সিলার। এদিনের অনুষ্ঠানে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ‘কলকাতা পুরসভার শিক্ষা বিভাগ বিগত ৭-৮বছর ধরে খুব ভাল কাজ করছে। মানুষের ইচ্ছায় আমরা যখন পুরসভার দায়িত্ব পেয়েছিলাম, তখন পৌর প্রাথমিক স্কুলগুলির একাধিক সমস্যা ছিল। স্কুলের ঘর গুলি জরাজীর্ণ অবস্থায় ছিল, কোনো কোনো জায়গায় আলোর ব্যবস্থা ছিলো না, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছিল না। এখন অবস্থার পরিবর্তন ঘটেছে। সবুজ হলুদ জামা পড়ে, কাঁধে স্কুলব্যাগ নিয়ে, বুট পড়ে বাচ্চারা এখন পড়াশোনা করতে পুরসভার স্কুলে আসে। আমরা অনুভব করেছিলাম পুরবিদ্যালয়ের শিক্ষকদের মাহিনা বৃদ্ধির প্রয়োজন, আমরা তা করেছি।খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে আরো শিক্ষক নেবার কথা ঘোষনা করেছি। কয়েক মাসের মধ্যেই আমরা তাদের নিয়োগ পত্র দেব’। এদিনের অনুষ্ঠানে পুরসভার গোরাগাছা প্রাইমারি স্কুল, রাজরাজেশ্বরী প্রাইমারী স্কুল ও বেহালা কবিশেখর শিশু শিক্ষাকেন্দ্রের ৩০জন পড়ুয়ার হাতে সোয়েটার জলের বোতল ও টিফিন বক্স তুলে দেওয়া হয়। খুব তাড়াতাড়ি পুর বিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রী এইসব সামগ্রী পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*