৩০ জুন পর্যন্ত দেশে বন্ধ থাকবে সাধারণ রেল পরিষেবা। বিবৃতি দিয়ে জানাল রেলমন্ত্রক। সূত্রের খবর, ওই সময় পর্যন্ত যারা সাধারণ ট্রেনের টিকিট কেটে ফেলেছেন, তাদের সকলের টাকা ফেরানো হবে। এই সময়ের মধ্যে শুধু শ্রমিক স্পেশ্যাল ট্রেন এবং বিশেষ ট্রেনই চলবে।
পরিযায়ী শ্রমিক ও ভিনরাজ্যে আটকে পড়া ছাত্র ও পূন্যার্থীদের ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। কয়েক লক্ষ শ্রমিককে যখন ঘরে ফেরাতে শুরু করেছে এই ট্রেন, তখনই আরও একটি বার্তা দেয় রেল। ১৫টি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে।
Be the first to comment