জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলার ইয়ারিপোরায় জঙ্গি-সেনা (যৌথবাহিনী) গুলির লড়াই শুরু হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। আড়াল থেকে সেনাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় ভারতীয় নিরাপত্তাবাহিনী।
খবর পেয়ে ইয়ামরাচ এলাকায় তল্লাশির জন্য যায় পুলিশ, সেনা, ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস ও CRPF-এর যৌথবাহিনী। দলটি ঘটনাস্থানে পৌঁছায় এবং সন্দেহজনক ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করে। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গি ও সেনার মধ্যে গুলির লড়াই চলছে। প্রত্যেকটি এক্সিট পয়েন্ট সিল করা হয়েছে।
সূত্রের খবর, দুই-তিনজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আছে প্রশাসনের কাছে। প্রত্যেকটি রাস্তা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তারে বিদ্যুৎ সংযোগ রয়েছে।
Be the first to comment