করোনা পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটাই খরচ কমাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য নিজের বেতন কমিয়ে দিলেন রাষ্ট্রপতি। আগেও পিএম কেয়ার ফান্ডে টাকা দান করেছেন তিনি। শুধু বেতন কমানোই নয়, সেইসঙ্গে অন্যান্য খরচও কমিয়ে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে দেওয়া এক বিবরতিতে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট এইসব নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের নির্দেশে একটা ছোট সাহায্য করা হচ্ছে।’ জানানো হয়েছে কোনও অনুষ্ঠানের জন্য লিমুজিন কেনা হবে না। করোনা পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটাই খরচ কমাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে।
এক বছরের জন্য নিজের বেতন কমিয়ে দিলেন রাষ্ট্রপতি। আগেও পিএম কেয়ার ফান্ডে টাকা দান করেছেন তিনি। শুধু বেতন কমানোই নয়, সেইসঙ্গে অন্যান্য খরচও কমিয়ে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে দেওয়া এক বিবরতিতে জানানো হয়েছে যে প্রেসিডেন্ট এইসব নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের নির্দেশে একটা ছোট সাহায্য করা হচ্ছে।’ জানানো হয়েছে কোনও অনুষ্ঠানের জন্য লিমুজিন কেনা হবে না।
খরচ কমাতে দেশের মধ্যে বিভিন্ন সফরে কাটছাঁট করেছেন প্রেসিডেন্ট কোবিন্দ। এতে সোশ্যাল ডিসট্যান্সিংও বজায় থাকবে। তবে মানুষের কাছে পৌঁছনোর জন্য প্রযুক্তির ব্যবহার করবেন তিনি। আনলাইনে মিটিং সারবেন। এছাড়াও প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে কম অতিথিদের আমন্ত্রণ করা হবে। ফুলের সজ্জা কমানো হবে। খাবারের পদও কমানো হবে। এতে বর্তমান অর্থবর্ষে রাষ্ট্রপতি ভবনের খরচ অন্তত ২০ শতাংশ কমানো সম্ভব হবে।
Be the first to comment