সূদূর লন্ডনে বসেই তাঁরই সংস্থার এক কর্তাকে হুমকি দিচ্ছেন পিএনবি আর্থিক তছরুপের ঘটনায় অভিযুক্ত নীরব মোদী। ইতিমধ্যেই সেই হুমকির ভিডিও প্রমাণ নিয়ে লন্ডনের আদালতে মামলা করেছে সিবিআই। নীরব মোদী তাঁর সংস্থার এক অধিকর্তাকে খুনের হুমকি দিয়েছেন, এই মর্মে লন্ডনের আদালতে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ভারত ছাড়াও দুবাই ও হংকং-সহ একাধিক দেশে ভুয়ো সংস্থা খুলে কারবার ফেঁদেছিলেন নীরব মোদী। ইডি-র তদন্তে এমনই তথ্য উঠে এসেছিল আগেই। দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছেন নীরব। তাঁকে দেশে ফেরানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার তাঁর বিরুদ্ধেই তাঁরই সংস্থার এক ডিরেক্টরকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে সিবিআই।
নীরবের সংস্থা সানসাইন জেমস লিমিটেডের ডিরেক্টর মোহনভাই লাডকে তিনি খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তাঁদের কাছে নীরবের হুমকির একটি ভিডিও ও অডিও টেপও রয়েছে। সেই ‘প্রমাণ’ নিয়েই এবার লন্ডনের আদালতে নীরবের বিরুদ্ধে মামলা ঠুকেছে সিবিআই।
সানসাইন জেমস লিমিটেডের ডিরেক্টর মোহনভাই লাড ছাড়াও নীরবের আরও কয়েকটি সংস্থার কর্তারা নীরবের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁদেরও নানাভাবে নীরব লন্ডনে বসেই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। নিরাপত্তাহীনতায় ওই ব্যক্তিরা ভুগছেন বলে সিবিআইকে তাঁরা জানিয়েছেন।
পিএনবি জালিয়াতি কাণ্ডে ভারতের আদালতে নীরবের বিরুদ্ধে মামলা চলছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার কোটি টাকা তছরুপের মমালা চলছে নীরবের বিরুদ্ধে। এবার নীরবের বিরুদ্ধে খুনের অভিযোগের মামলা দায়ের করল সিবিআই।
Be the first to comment