যাবতীয় সতর্কতা মেনেই বিদেশে আটকে থাকা রাজ্যবাসীকে ফেরাতে প্রস্তুত রাজ্য প্রশাসন৷ এক সপ্তাহ আগে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানানোও হয়েছিল৷ কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কলকাতার জন্য কোনও আন্তর্জাতিক উড়ান বরাদ্দ করা হয়নি ৷ এদিন টুইট করে এই দাবি করেছে রাজ্যে স্বরাষ্ট্র দফতর৷
বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্যায় ৩১টি দেশ থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে বিশেষ বিমান চালাবে এয়ার ইন্ডিয়া৷ ১৬ মে থেকে দেশে ফিরতে শুরু করবেন প্রবাসী ভারতীয়রা৷ মুম্বই, দিল্লি, কোচি, বেঙ্গালুরুর মতো বিভিন্ন শহরে বিদেশ থেকে বিশেষ বিমান আসার কথা৷ কিন্তু বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও সেই তালিকায় কলকাতা নেই৷ ফলে বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দারা সরাসরি কলকাতায় ফেরার সুযোগ পাচ্ছেন না৷ আমেরিকা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, রাশিয়া, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে৷
রাজ্য স্বরাষ্ট্র দফতর এদিন যে টুইট করেছে, তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লাকে গত ৮ মেয়ে রাজ্যের মুখ্যসচিবের পাঠানো একটি চিঠি সামনে আনা হয়েছে৷ সেই চিঠিতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানানো হয়, বিদেশ থেকে এ রাজ্যে কেউ ফিরলে তাঁদের কোয়ারেন্টাইনে রাখা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার জন্য রাজ্য প্রশাসন প্রস্তুত৷ কলকাতা বিমানবন্দরেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিদেশ থেকে যাঁরা এ রাজ্য ফিরবেন, তাঁদের নাম সহ বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে আগে থেকে জানানোর জন্যও রাজ্যের মুখ্যসচিব ওই চিঠিতে অনুরোধ করেছিলেন৷
এই চিঠি সামনে এনে রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দেশে আটকে থাকা আমাদের মানুষকে স্বাগত জানাতে আগ্রহী এবং তার জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা সহ যাবতীয় আয়োজন যে তৈরি, তার বিস্তারিত ব্যাখ্যা অনেকদিন আগেই ভারত সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে৷ বাংলা বিমানের অপেক্ষায় রয়েছে৷’
এর আগে পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে রাজ্যের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে ক্ষোভ জানিয়ে চিঠি লেখেন৷ এবার বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দাদের ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর পাল্টা চাপ সৃষ্টি করল রাজ্য প্রশাসন৷
Be the first to comment