এ বছর দেরিতে আসছে বর্ষা। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সম্ভবত নির্ধারিত সময়ের চারদিন পর কেরালায় ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
IMD-র পূর্বাভাস, এ বছর হয়ত ৫ জুন কেরালায় ঢুকবে বর্ষা। বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্বাভাবিক আগমণের তারিখের থেকে এ বছর কিছুটা দেরিতে কেরালায় ঢুকবে বর্ষা। সম্ভবত এ বছর ৫ জুন বর্ষা কেরালায় ঢুকবে। তার চার দিন আগে বা পরেও হতে পারে।’
সাধারণত দেশের মধ্যে প্রথম কেরালাতেই ঢোকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার জেরে প্রায় চার মাস ধরে দেশজুড়ে চলে বৃষ্টিপাত। কেরালায় বর্ষা ঢোকার সরকারি নির্ধারিত তারিখ হয় ১ জুন। এ বছর সেই তারিখই পিছিয়ে যাবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
Be the first to comment