আবারও কোরোনার থাবায় কলকাতা পুলিশ

Spread the love

ফের কোরোনার থাবায় কলকাতা পুলিশ । সশস্ত্র বাহিনীর এক সদস্যসহ সাউথ ট্রাফিক গার্ডের এক কনস্টেবল আক্রান্ত হলেন কোরোনা ভাইরাসে ৷ আক্রান্তদের সংস্পর্শে আসা সকল ব্যক্তিকে কোয়ারানটিনে পাঠানো হয়েছে ৷

কয়েকদিন আগেই কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর ASI-এর জ্বর আসে । তারপরই তাঁকে কোয়ারানাটিনে পাঠানো হয় । পরে কোরোনার অন্য উপসর্গগুলি দেখা গেলে তাঁকে ভরতি করা হয় একটি বেসরকারি হাসপাতালে । গতকাল তার সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই নমুনার রিপোর্ট পজ়িটিভ এসেছে । এর জেরে সশস্ত্র বাহিনীর কয়েকজন সদস্যকে ইতিমধ্যেই কোয়ারেনটিনে পাঠানো হয়েছে এবং ১৯ জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

অন্যদিকে সাউথ ট্রাফিক গার্ডের এক কনস্টেবলও কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ জানা গিয়েছে, ওই কনস্টেবল ভিক্টোরিয়ার সামনে ডিউটিতে ছিলেন । কর্মরত অবস্থাতেই তাঁর জ্বর আসে । সঙ্গে সঙ্গে তাঁকে পাঠানো হয় ডোমজুড়ের কোয়ারানটিন সেন্টারে । সেখান থেকেই গতকাল তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । শেষ কয়েক দিনে সাউথ ট্রাফিক গার্ডের ওই কনস্টেবলের সংস্পর্শে কারা এসেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

নতুন করে দুইজন সংক্রমিত হওয়ায় কলকাতা পুলিশের মোট 17 জন কর্মী সংক্রমিত হলেন । ইতিমধ্যেই কলকাতা পুলিশের জোড়াবাগান ট্রাফিক গার্ড এবং আলিপুর বডিগার্ড লাইনের কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস কন্টেইনমেন্ট জো়ন হিসেবে চিহ্নিত করা হয়েছে ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*