রেডজোনে অব্যাহত করোনার থাবা, মহিষাদলে প্রথম করোনা আক্রান্ত এক যুবক

Spread the love

রেডজোনে ক্রমশ ঘণীভূত হচ্ছে করোনার কালো ছায়া। এবার পূর্বমেদিনীপুর জেলার মহিষাদলে হদিশ মিলল প্রথম করোনা আক্রান্তের। আক্রান্ত যুবককে ভর্তি করা হয়েছে কোভিড হাসপাতালে। সেই সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছে তাঁর পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, করোনা সংক্রামিত যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর মহিষাদলের নাটশাল ২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পূর্ব শ্রীরামপুর গ্রামে। বৃহস্পতিবার রাতে ওই যুবকের করোনা পজেটিভ ধরা পড়ে। রিপোর্ট আসার পর শুক্রবার সকালেই তাকে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে খবর, মহিষাদলের দক্ষিণ পূর্ব শ্রীরামপুর গ্রামের ওই যুবক কলকাতার কলেজ স্ট্রিটের একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। লকডাউন শুরু হওয়ায় ওই যুবক আর বাড়ি ফিরতে পারেননি। যার ফলে কলকাতাতেই থেকে যান তিনি।

এদিকে যুবককে বাড়ি ফেরানোর জন্য নিজের পরিজনরা চেষ্টা করলেও তাঁরা ব্যর্থ হন। এমন পরিস্থিতিতে গত রবিবার একটি পোল্ট্রি ফার্মের গাড়িতে করে কলকাতা থেকে সোজা বাড়ি চলে আসেন দক্ষিণ-পূর্ব শ্রীরামপুর গ্রামের ওই যুবক। ওই যুবক বাড়ি ফিরে আসার পরই স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর স্বাস্থ্য দফতরের তরফ থেকে তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় এবং করোনা পরীক্ষার জন্য লালা রস সংগ্রহ করা হয়।

এরপর গত বৃহস্পতিবার রাতে জেলা স্বাস্থ্য দফতরের হাতে ওই যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই গোটা এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। এদিন সকালে স্বাস্থ্য দফতরের তরফে ওই যুবককে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতালে করোনা চিকিৎসার জন্য ভর্তি করে।জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে ইতিমধ্যে ওই যুবকের পরিবার সহ সংস্পর্শে আসা মোট ১২জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল বলেন, “ওই যুবক কলকাতার মিষ্টির দোকানের কর্মচারী। গত সোমবার আমরা খবর পাওয়ার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। বৃহস্পতিবার রাতে যুবকের করোনা পজেটিভ রিপোর্ট আসে।” সবমিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলা করোনা আক্রান্তের দিক থেকে রাজ্যের প্রথম সারিতেই রয়েছে বলে বলা চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*