দেশজুড়ে লকডাউন বাড়তে পারে আরও ২ সপ্তাহ, স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর

Spread the love

সম্ভবত দেশে লকডাউন আরও ২ সপ্তাহ বাড়তে চলেছে। চতুর্থ দফার লকডাউনের বিষয়ে শনিবারই এই নির্দেশিকা কেন্দ্রের তরফে জারি করা হতে পারে। ১১ মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই বৈঠকেই করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন আরও বাড়ানোর পক্ষেই সায় দেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যগুলির সঙ্গে সেই আলোচনার প্রেক্ষিতেই লকডাউন আরও বাড়ানোর ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, লকডাউন বাড়ানো হলে, চতুর্থ দফার এই লকডাউনে কড়াকড়ি অনেকটাই শিথিল করা হবে। আপাতত দেশে আরও ২ সপ্তাহ লকডাউন চালাতে চায় কেন্দ্র, এমনই খবর মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। চতুর্থ দফায় আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন বাড়তে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে ইঙ্গিত মিলেছে।

সূত্রের খবর, লকডাউন আরও বাড়ানো হলেও সামাজিক দূরত্ববিধি মেনে বাস-মেট্রো-অটোর মতো গণপরিবহণ ব্যবস্থা চালু করা হতে পারে। তবে এখনই যে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে না, তা একপ্রকার নিশ্চিত।

দেশে করোনার সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। লকডাউন জারি করেও সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানো যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ১০৩। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৭০ জন।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৫,৯৪০। করোনায় দেশে মৃত বেড়ে ২৭৫২। ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে ভারত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*