বড় ঘোষণা কেন্দ্রীয়. অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। যে সব বিদ্যুৎ সরবরাহ সংস্থা প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করতে অক্ষম, তাদের বরাত দেওয়া হবে না। সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সীতারমণ শনিবার জানিয়েছেন গ্রাহকরা টাকা দিয়েও প্রয়োজনীয় ও যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ পাচ্ছেন না, এরকম ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেই বিদ্যুৎ সংস্থাকে বরখাস্ত করা হবে।
মঙ্গলবার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আর্থিক প্যাকেজ বর্ণনার তৃতীয় দিনে নির্মলা সীতারমণ ঘোষণা করলেন কেন্দ্র শাসিত অঞ্চলে এবার বিদ্যুত সরবরাহে বেসরকারীকরণ করা হবে। বিদ্যুত সরবরাহ সঠিক ভাবে করতে না পারলে সমস্যায় পড়তে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। এছাড়াও অর্থমন্ত্রী জানিয়েছেন টানা লোড শেডিং চললে শাস্তিুযোগ্য অপরাধের দায়ে পড়তে হবে বিদ্যুত সংস্থাকে।
কেন্দ্র শাসিত অঞ্চলে বিদ্যুতের নতুন দাম স্থির করা হবে। খুব দ্রুত সেই তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এদিন। চতুর্থ সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারমণ জানান পরিষেবার মান বাড়াতে হবে। নয়তো সেই সংস্থাকে বরাত দেওয়া হবে না। এদিন তিনি আরও জানান, প্রত্যেক বছর ১০০০ কোটি টাকার লাভ পাবে অসামরিক বিমান পরিষেবা বা অ্যাভিয়েশন সেক্টর।
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও জানিয়েছেন, আরও ৬ টি বিমানবন্দরকে নিলামে দেওয় হবে। বেসরকারি সংস্থাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পিপিপি মডেলে ওই বিমানবন্দরগুলি পরিচালনা করা হবে৷ এর ফলে সরকারের কোষাগারে কয়েক হাজার কোটি টাকা আসবে বলেই আশা অর্থমন্ত্রকের৷ পাশাপাশি দেশের ১২টি বিমানবন্দরে বেসরকারি অংশীদারিত্ব আরও বাড়ানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Be the first to comment