রবিবার সাংবাদিক বৈঠকে শেষ দফার অর্থনৈতিক প্যাকেজের বিষয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। চতুর্থ দিনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, আর্ন্তজাতিক বাজারে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হওয়ার জন্য দেশকে প্রস্তুত হবে হবে। এবার মোদির বক্তব্যের সূত্র ধরেই ২০ লক্ষ কোটি টাকা প্যাকেজের ব্যাখা দিলেন অর্থমন্ত্রী৷
এই সাংবাদিক বৈঠকে মোট ৭টি বিষয়ে ঘোষণা করলেন অর্থমন্ত্রী নিমর্লা সীতারামণ ৷ যার মধ্যে সবচেয়ে গুরুত্ব পেল দেশের স্বাস্থ্য ব্যবস্থা৷ করোনা সঙ্গে মোকাবিলার জন্য আর ভবিষ্যতে সংক্রামক রোগের সঙ্গে লড়াই করার জন্য আরও বেশি তৎপর ও সচেতন পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৷ আজকের বৈঠকে অর্থমন্ত্রী নিমর্লা সীতারামণ জানালেন, ‘দেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ছোট-বড় শহরে তৃণমূল স্তরে গিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ণের দিকে আরও বেশি তৎপর হবে কেন্দ্র ৷ আর সেই দিকে নজর রাখার জন্যই, সব জেলায় একটি করে সংক্রামক রোগ চিকিৎসার হাসপাতাল নির্মাণ করা হবে। যাতে বর্তমানের করোনা নয়, ভবিষ্যতেও কোনও সংক্রামক রোগের সঙ্গে কঠোর লড়াইয়ে তৈরি থাকে দেশ ৷’
বৈঠকে অর্থমন্ত্রী নিমর্লা সীতারামণ জানালেন, সব জেলায় একটি করে পাবলিক হেলথ ল্যাবরেটরি তৈরি করা হবে। শুধু তাই নয়, দেশের সব ব্লকে একটি করে পাবলিক হেলথ ইউনিটও তৈরি করা হবে। যাতে করে মহামারীর মোকাবিলা করা সহজ হয়।
তবে এখানেই শেষ নয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে দেশের স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ণ আনা যায়, তা নিয়ে ‘ন্যাশনাল ডিজিটাল মিশন’-এর সূচনা করবে কেন্দ্রীয় সরকার ৷
Be the first to comment