পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে, এবার চিকিৎসকের মন্তব্য হাতিয়ার করে টুইট রাজ্যপালের

Spread the love

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা নিয়ে চিঠিও দিয়েছেন তিনি। কিন্তু রাজ্য সরকার তাঁর উদ্বেগের আমল না দেওয়ায় এবার চিকিৎসকের মন্তব্যকেই হাতিয়ার করলেন রাজ্যপাল।

রবিবার রাজ্যের হেলথ অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার টুইট করেছেন রাজ্যপাল। বলেছেন, স্বাস্থ্য পরিষেবার হাল ক্রমশই খারাপ হচ্ছে। স্বাস্থ্যব্যবস্থাকে ফের চাঙ্গা করে তুলতে অনেক কিছুই করার প্রয়োজন রয়েছে।

বাংলার করোনা পরিস্থিতি নিয়ে সুকুমার মুখোপাধ্যায় বলেছেন, এ রাজ্যের হাল খুবই খারাপ। চিন্তাটা উত্তরোত্তর বাড়ছে। কারণ কোভিড রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এই বৃদ্ধির হার সত্যিই উদ্বেগের কারণ।

উল্লেখ্য, বাংলায় এখনও পর্যন্ত মোট ২৫৭৬ জন কোভিড রোগীর খোঁজ পাওয়া গেছে। তার মধ্যে কলকাতাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যা দাঁড়িয়েছে ১২৬৫ জনে।

সুকুমারবাবুর কথায়, কোভিড নিয়ন্ত্রণ করতে গেলে সুচিন্তিত পরিকল্পনা করেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

বাংলায় সেভাবে করোনা টেস্ট হচ্ছে না বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। এব্যাপারে ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন, টেস্ট কিটের ঘাটতি, অথবা টেস্টে অমীমাংসিত ফলাফল আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে প্রতিদিন অন্তত পাঁচ হাজার কোভিড টেস্টের প্রয়োজন। সপ্তাহে সেই সংখ্যাটাই হতে হবে ৬০ হাজারের কাছাকাছি। তবেই বেশি সংখ্যক করোনা রোগীকে চিহ্নিত করে তাঁদের চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

https://twitter.com/jdhankhar1/status/1261886996970041346

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*