বাংলায় নতুন করে ৬ জনের মৃত্যু, বাড়ছে সুস্থ হওয়ার হার

Spread the love

বাংলায় নতুন করে ৬ জনের মৃত্যু,প্রত্যেকে কলকাতার বাসিন্দা৷ মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৪, ‌আক্রান্ত ২৬৭৭। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন। রবিবার সন্ধ্যার বুলেটিনে জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। বুলেটিনে প্রকাশ, রবিবার সকাল ৯ টা পর্যন্ত বাংলায় মোট মৃতের সংখ্যা ২৩৪ জন৷ এর কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ ‌মোট আক্রান্তের সংখ্যা ২,৬৭৭ জন৷ এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০১ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১,৪৮০ জন৷ নতুন করে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর৷

একনজরে কলকাতার পরিসংখ্যান- কলকাতায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬০ জনে৷ এর মধ্যে করোনায় মৃত্যু ১০৮ জনের৷ কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের৷ গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন ৷ মোট আক্রান্ত ১৩১১ জন৷ নতুন করে ছাড়া পেয়েছেন ৩৪ জন৷
এই পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন ৪৭৮ জন৷ ফলে অ্যাক্টিভ আক্রান্ত ৬৭৩ জন৷ রাজ্য সরকারের দেওয়া তালিকায় এরপরই রয়েছে উত্তর ২৪ পরগণা ও হাওড়া। এই দুই জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৯ ও ১৮ জন। মোট করোনা আক্রান্ত হাওড়ায় ৫৭১ জন ও উত্তর ২৪ পরগণায় ৩৫১ জন। মৃতের সংখ্যা যা ছিল তাই৷ হাওড়ায়( ২৭+৫)জন৷ উত্তর ২৪ পরগণায় (২৪+৮) জন৷ রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছ,তেমনি বাড়ছে সুস্থ হয়ে উঠার সংখ্যাও৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৬৭ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৫৯ জন৷ যা শতাংশের হিসেবে ৩৫.৮২ শতাংশ৷ গত এক দিনে রাজ্যে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে।

রাজ্য জানিয়েছে, এই সময়ে মোট ৮,৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৫ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষা করা হল৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২২টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে৷ রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮,৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*