আচমকাই পাকিস্তানে বন্ধ হয়ে গেল মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার৷ যা বিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়ে সেদেশের নেটিজেনদের মধ্যে৷ অনেকেরই অভিযোগ, পাক সরকারের হস্তক্ষেপেই কাজ করছে না ট্যুইটার৷ তবে ভার্চুয়াল পার্সোনাল নেটওয়ার্ক বা ভিপিএন-এর সাহায্যে ট্যুইটার পরিষেবা মিলছে পাকিস্তানে৷
আম্মার রশিদ নামে পাকিস্তানের এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘পাকিস্তানের অনেকেই বলছেন তাঁরা ভিপিএন ছাড়া ট্যুইটার ব্যবহার করতে পারছেন না৷ আমি ভিপিএন ছাড়া ট্যুইটার খুলতে পারলেও তা অত্যন্ত ধীর গতিতে কাজ করছে৷ প্রায় কিছুই লোড হচ্ছে না৷’
Doendetector নামে একটি ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণ সংস্থার পক্ষ থেকে ট্যুইটার বন্ধ থাকা নিয়ে পাকিস্তানের ব্যবহারকারীদের ক্ষোভ সরাসরি তুলে ধরেছে৷ সেখানে এক ট্যুইটার ব্যবহারকারী রাখঢাক না করেই লিখেছেন, ‘শুধুমাত্র পাকিস্তানেই ট্যুইটার বন্ধ৷ মনে হচ্ছে সরকারই পরিষেবায় বাধা সৃষ্টি করছে৷’
অনেকেরই অভিযোগ পাকিস্তানে সংখ্যালঘুদের উধাও হয়ে যাওয়ার বিরুদ্ধে সংগঠিত SAATH নামে একটি ভার্চুয়াল বৈঠকের নিয়ে মতামত বিনিময় বন্ধ করতেই এই পদক্ষেপ করেছে পাক সরকার৷ রিমা খুরশিদ নামে এক ট্যুইটার ব্যবহারকারী অভিযোগ করেছেন, ‘জুম অ্যাপেও কানেক্ট করা সম্ভব হচ্ছে না৷ অনেকেই অভিযোগ করছেন, ভার্চুয়াল বৈঠক SAATH ভেস্তে দিতেই এই পদক্ষেপ করেছে সরকার৷ যদি তাই হয়, তাহলে স্বীকার করতেই হবে যে এই বৈঠক আয়োজনের উদ্দেশ্য সফল৷ কারণ ট্যুইটার ব্লক না হলে আমি এই বৈঠকের বিষয়ে জানতেই পারতাম না৷’
ট্যুইটার সাপোর্ট টিমের পক্ষ থেকে এখনও এই বিভ্রাট নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
Be the first to comment