লকডাউন পরিস্থিতিতে ভিন রাজ্যে অসংখ্য পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। আর তাঁদের ট্রেনে বাড়ি ফিরিয়ে আনা নিয়ে বাঁকুড়ায় শাসক বিরোধী তরজা শুরু হয়ে গেল।
বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের দাবি, রাজ্য ওই সব ট্রেনের ১৫ শতাংশ ভাড়া দিয়ে ১০০ শতাংশ দেওয়ার দাবি করছে। আর যে ১০০ টি ট্রেন দেওয়ার কথা বলা হচ্ছে তাতে ১ লক্ষ ২০ হাজার মানুষ আসতে পারবেন।
ন্যুনতম ৬০০ ট্রেনের দরকার ছিল বলে তাঁর দাবি। একই সঙ্গে কেন্দ্রের তরফে বরাদ্দ করা পরাযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার জন্য বরাদ্দ করা অর্থ কোথায় যাচ্ছে বলেও রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন।
বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের বক্তব্যের তীব্র বিরোধীতা করেছে শাসক তৃণমূল। দলের বাঁকুড়া জেলা সভাপতি শুভাশীষ বটব্যাল জনগণকে ‘বিভ্রান্ত’ করতে ‘ঘরের ভিতর খিল দিয়ে’ উনি ‘মিথ্যা’ কথা বলছেন বলে দাবি করেন।
একই সঙ্গে তিনি বলেন, প্রথমে রাজ্য ১৫ শতাংশ ও কেন্দ্র ৮৫ শতাংশ অর্থ দেবে কথা থাকলেও ওদের গড়িমসির কারণে এখন রাজ্যকেই ওই ট্রেন গুলির ১০০ শতাংশ ভাড়া দিতে হচ্ছে। জেলার দু’জন বিজেপি সাংসদ কারও প্রধানমন্ত্রীকে কিছু বলার ‘হিম্মত নেই’, ‘জড়োসড়’ হয়ে থাকেন বলেও তাঁর দাবি।
Be the first to comment