উদ্বেগ এবার চরমে, উপসর্গহীন যুবকের শরীরেও মিলল করোনা

Spread the love

ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে ভয়াল করোনা। এবার এমন এক যুবক করোনা আক্রান্ত হলেন যার শরীরে মারণ ভাইরাসে সংক্রমিত হওয়ার কোনও লক্ষ্ণণই ছিল না। চাকরির জন্য মেডিক্যাল টেস্ট দিয়েছিলেন ওই যুবক। সাম্প্রতিক পরিস্থিতির জেরেই তাঁর করোনা পরীক্ষা করায় সংস্থা। সেই পরীক্ষাতেই জানা গেল কলকাতার ভবানীপুরের ওই যুবকের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস।

উপসর্গহীন এক যুবকের শরীরে মিলল নোভেল করোনাভাইরাস। জানা গিয়েছে, কলকাতার বেলতলা রোডে থাকেন ওই যুবক। সম্প্রতি নতুন একটি চাকরিতে যোগ দেন তিনি। কলকাতায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে সংস্থাটি যুবকের করোনা টেস্ট করায়। লালারসের নমুনা পরীক্ষার জন্য নেওয়ার পর যুবক বাড়ি ফিরে আসেন। বাড়ি ফেরার পর স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেন তিনি।

এদিকে, যুবকের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসতেই চোখ কপালে সংস্থার। জানা যায়, ওই যুবক করোনা আক্রান্ত হয়েছেন। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলতলা রোড তাঁর বাড়ির আশপাশে। এলাকার যাঁদের সঙ্গে করোনা পরীক্ষা করে ফিরে এসে তিনি কথা বলেছিলেন তাঁরা আতঙ্কে ভুগতে থাকেন। তড়িঘড়ি করোনা আক্রান্ত ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ওই যুবকের শরীরে করোনার সংক্রমণের বিন্দুমাত্র লক্ষ্মণ ছিল না। এমনকী ওই যুবক অসুস্থতা বোধও করেননি। কিন্তু পরীক্ষায় তাঁর শরীরে করোনার হদিশ মেলে। এই বিষয়টিই বেশি ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে কি চরিত্র বদলাচ্ছে মারণ এই ভাইরাস?

গোটা রাজ্যেই ছড়াচ্ছে মারণ করোনা। কলকাতাতেই করোনার প্রভাব সবচেয়ে বেশি। বাংলায় নতুন করে করোনায় যে ৬ জনের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকে কলকাতার বাসিন্দা। গোটা রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ২৩৪, ‌আক্রান্ত ২৬৭৭। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*