ইন্দোরে আটকে থাকা বাংলার শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার যাতে ব্যবস্থা নেয়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাতে বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশে সদ্য মধ্যপ্রদেশের কুর্সিতে বসা শিবরাজ লিখেছেন, “ইন্দোরে যে বাংলার শ্রমিকরা আটকে রয়েছেন, তাঁরা বাড়ি ফিরতে চাইছেন। পশ্চিমবঙ্গ সরকার রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে ইন্দোর-কলকাতা শ্রমিক স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করুক।”
দেশের করোনা সংক্রমণের নিরিখে মধ্যপ্রদেশ রয়েছে তৃতীয় স্থানে। তারমধ্যে আবার ইন্দোরের অবস্থা আরও ভয়াবহ। গোটা ইন্দোর কর্পোরেশন এলাকাকেই কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মূলত মালদহ, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের কয়েকশো নির্মাণ শ্রমিক আটকে রয়েছেন ইন্দোরে। তাঁরাও বাড়ি ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন। একে লকডাউনের ফলে কাজ নেই। তার উপর বাইরে সংক্রমণ ক্রমশ তীব্র হচ্ছে ইন্দোরে। বাংলার সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারও গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন শিবরাজ। সোমবার সকাল সওয়া দশটা পর্যন্ত এ ব্যাপারে নবান্নের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
Be the first to comment