জুলাইয়ে শুরু, ক্লাস টেন-টুয়েলভের বাকি পরীক্ষার তারিখ জানালো CBSE

Spread the love

প্রত্যাশামতোই জুলাইয়ের প্রথম দু’সপ্তাহের মধ্যেই মিটিয়ে ফেলা হবে CBSE-র ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের পরীক্ষা। আগেই টুইটে এই তথ্য জানিয়ে ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সোমবার ক্লাস টেন ও টুয়েলভের বাকি ২৯টি পরীক্ষার তারিখ জানিয়ে দিল CBSE বোর্ড। জানা গেছে, ১ জুলাই থেকে শুরু হয়ে ১৫ জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে CBSE-র ক্লাস টেন ও টুয়েলভের বাকি পরীক্ষাগুলি। করোনা সংকটে মাঝপথে স্থগিত রাখা হয়েছিল এই পরীক্ষাগুলি।

সম্প্রতি একটি টুইটে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে মোট ২৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই পরীক্ষা নেবে CBSE। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে জরুরি ২৯টি বিষয় বেছে নিয়েই পরীক্ষা নেওয়া হবে। আজ টুইটে সব ‘পরীক্ষার্থীদের শুভেচ্ছা’ জানিয়েছেন তিনি।

আরও জানা গেছে, উত্তর-পূর্ব দিল্লি বাদে (গোষ্ঠী সংঘর্ষের কারণে পরীক্ষা বাতিল) দেশের অন্যত্র ক্লাস টেনের পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছিল লকডাউন শুরুর আগেই। তাই ক্লাস টেনের পরীক্ষা শুধুমাত্র উত্তর-পূর্ব দিল্লিতেই নেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা আবহে জল্পনা ছিল যে CBSE বোর্ড-পরীক্ষার বাকি পেপার হয়তো আর দেওয়ার সুযোগই হবে না। ১৮ জুলাই থেকে ২৩ জুলাই জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার দিন ঘোষণা করেছে। উল্লেখযোগ্য, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাও হবে ২৬ জুলাই। তার আগেই যে CBSE-র পরীক্ষা মিটে যাবে, এমন আভাসও দেওয়া হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*