করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন। দুর্ভোগের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। সেই অসহায় পরিস্থিতির কথা ভেবে, তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি।
সংগঠনের রাজ্যের চেয়ারম্যান শ্যামাপদ পাত্র, সভাপতি অশোক রুদ্র, সহ-সভাপতি পলাশ সাঁধুখা জানান, বিভিন্ন জেলা মিলিয়ে প্রায় ৩৯ হাজার শিক্ষক-শিক্ষিকা রাজ্যভিত্তিক এই সংগঠনের সদস্য। ইতিমধ্যে তারা প্রায় চার কোটি টাকা সংগ্রহ করে করোনা ও লকডাউন পরস্থিতির শিকার হওয়া মানুষদের সেই টাকা প্রদান করেছেন। এর পাশাপাশি তারা রাজ্যের প্রায় সবকটি জেলা সদর ও মহকুমায় পর্যায়ক্রমে রক্তদান শিবির করছেন।
সংগঠনকে ধন্যবাদ জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।
সংগঠনকে ধন্যবাদ জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।
Be the first to comment