শক্তি বাড়িয়ে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে সুপার সাইক্লোন আমফান। ইতিমধ্যেই এগিয়ে এসেছে সেই ঘূর্ণিঝড়। আর তাতে পশ্চিমবঙ্গের উপকূলে ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানাল কেন্দ্র।
সোমবার সন্ধেয় সেই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে সেই ঝড়। মূলত দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্যে ঝড় আছড়ে পড়ার কথা। সোমবার এমনটাই জানিয়েছেন এনডিআরএফ প্রধান এসএন প্রধান।
আশঙ্কা করা হচ্ছে, গাছ উপড়ে যেতে পারে, বাড়ি-ঘর ধ্বংস হয়ে যেতে পারে, রেল ট্র্যাক বা ইলেকট্রিকের লাইন বিপর্যস্ত হতে পারে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দিঘা ও সুন্দরবনের কাছ থেকে অতিক্রম করার সময় এই সুপার সাইক্লোন আমফানের তীব্রতা ভয়ঙ্কর হতে পারে। সেই সময় গতিবেগ থাকবে ১৬৫-১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ মে আবহাওয়া অত্যন্ত খারাপ থাকবে রাজ্যের।
Be the first to comment