ধেয়ে আসছে বিপদ, উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

Spread the love

ধেয়ে আসছে কোনও মহাবিপদ! এটা কি তারই পূর্বাভাস। যেভাবে হঠাত করেই পুরীর জগন্নাথ মন্দিরের উপরে লাগানো ধ্বজা উড়ে গেল তাতে এমনটাই আতঙ্ক দানা বেঁধেছে ভক্তদের মধ্যে। জানা যাচ্ছে, আজ সোমবার বিকেল ৫টা নাগাদ হঠাত করেই পুরীর জগন্নাথ মন্দিরের মূল ধ্বজা হাওয়ায় উড়ে যায়।

প্রথমে ধ্বজা উড়ে যাওয়ার ব্যাপারটি কারোর নজরে পড়েনি। এরপরেই হঠাত করেই ঘটনা প্রকাশ্যে আসার পরেই হৈচৈ বেঁধে যায় মন্দিরের ভক্তদের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন ভক্তদের মধ্যেও। এরপরে তড়িঘড়ি লাগানো হয় নতুন ধ্বজা।

কারণ পুরীর মন্দিরের নিয়ম অনুসারে, ধ্বজা না থাকা অবস্থায় জগন্নাথ দেবের সেবার কোনও কাজই হয়না। কিন্তু কীভাবে উড়ল ধ্বজা? তা নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, এদিন সেভাবে বাতাসের গতিবেগ তীব্র ছিল না। আর তা না থাকায় কখনই ধ্বজা উড়ে যাওয়ার কথা নয়। ফলে কীভাবে উড়ে গেল মূল ধ্বজা তা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ।

তবে আগামী ২৪ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অতি প্রবল গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমফান’। আতঙ্কের প্রহর গুণছে ওডিশা-সহ গোটা বাংলা । এই পরিস্থিতিতে আরও আতঙ্ক বাড়িয়ে পুরীর জগন্নাথ মন্দিরের নীলচক্রের উপরে উড়তে থাকা ধ্বজা উড়ে গেল। ঘটনা জানাজানি হতেই ভক্তদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয় ।

সেবায়েতদের একাংশের মতে, এ এক অশনি সংকেত। বিপদের আসার আগে এ এক সঙ্কেত! বড় কোন দুর্যোগ আসছে বলেই আশঙ্কা করছেন পান্ডা এবং সেবায়েতরা। প্রসঙ্গত, এর আগে পুরীর মন্দিরের মাথায় ধ্বজা পুড়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গত মাসখানেক আগে হঠাত করেই মন্দিরে লাগানো ধ্বজাতে আগুন ধরে যায়। আর তা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। সেই রেশ কাটতে না কাটতে ফের আতঙ্ক!

ধেয়ে আসছে আমফান। সেজন্যে ইতিমধ্যে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরে। মন্দিরের চূড়ায় ১৫ ফুট লম্বা ধ্বজা সরানো হয়। পরিবর্তে রাখা হয় ৪ ফুট লম্বার ধ্বজা। এর আগে ফণীতে সেই ছোট ধ্বজা উড়ে গিয়েছিল। এবারও আমফানের জন্যে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সাইক্লোনের কারণে ইতিমধ্যে ওডিশাতেও সতর্কতা জারি কয়রা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*