উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

Spread the love

করোনা আবহের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি জানান, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। তবে, কবে কী পরীক্ষা নেওয়া হবে, তা ঠিক করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

করোনা সংক্রমণের ভয়ের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। তাই এখন থেকেই সুনির্দিষ্টভাবে কিছু নিয়মের কথা জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে আলাদা ভাবে স্যানিটাইজার আনতে হবে এবং প্রত্যেকের মুখে বাধ্যতামূলকভাবে থাকতে হবে মাস্ক। পরীক্ষাকেন্দ্রে প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন। তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবেন আরেকজন পরীক্ষার্থী।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে অবশ্য খবর, ২৯ জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ২ জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ। ৬ জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। সূত্রের খবর, পরীক্ষা নেওয়া সম্পূর্ণ হলে তার এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, জুলাইয়ের প্রথম দু’সপ্তাহের মধ্যেই মিটিয়ে ফেলা হবে CBSE-র ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের পরীক্ষা। আগেই টুইটে এই তথ্য জানিয়ে ছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সোমবার ক্লাস টেন ও টুয়েলভের বাকি ২৯টি পরীক্ষার তারিখ জানিয়ে দিয়েছে CBSE বোর্ড। জানা গেছে, ১ জুলাই থেকে শুরু হয়ে ১৫ জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে CBSE-র ক্লাস টেন ও টুয়েলভের বাকি পরীক্ষাগুলি।

সম্প্রতি একটি টুইটে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছিলেন, করোনা পরিস্থিতিতে মোট ২৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই পরীক্ষা নেবে CBSE. পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে জরুরি ২৯টি বিষয় বেছে নিয়েই পরীক্ষা নেওয়া হবে। আজ টুইটে সব ‘পরীক্ষার্থীদের শুভেচ্ছা’ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, করোনা আবহে জল্পনা ছিল যে CBSE বোর্ড-পরীক্ষার বাকি পেপার হয়তো আর দেওয়ার সুযোগই হবে না। ১৮ জুলাই থেকে ২৩ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করেছে। এছাড়াও, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাও হবে ২৬ জুলাই। তার আগেই যে CBSE-র পরীক্ষা মিটে যাবে, এমন আভাসও দেওয়া হয়েছিল।

এদিন কী বললেন পার্থবাবু?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*