গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু৷ এরমধ্যে ৪ জনই কলকাতার৷ বাকি দু’জনের একজন দক্ষিণ ২৪ পরগনার, অন্যজন হুগলির বাসিন্দা৷ সুস্থ হয়ে উঠে ছাড়া পেয়েছেন ৬৮ জন। ফলে সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৬১। কোভিডে মোট মৃত্যু হয়েছে ১৭৮ জনের। মোট সুস্থ হয়ে উঠেছেন ১০৭৪ জন। মঙ্গলবার সন্ধেয় রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে।
তবে ওই বুলেটিন এ-ও বলছে, ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৫০ জনের। গত তিনি দিন ধরে মৃতের হারটা একই আছে৷ এই পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১৬৩৭ জন৷
রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, এক লক্ষ ছাড়িয়ে গেল নমুনা পরীক্ষা৷ গত ২৪ ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে ৮,৭১২ জনের৷ এই পর্যন্ত রাজ্যে মোট ১,০২,২৮২ জনের নমুনা পরীক্ষা করা হল৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ২৩টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে৷ রাজ্যের মোট ৬৯টি কোভিড হাসপাতালে ৮,৭৮৫টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে এ পর্যন্ত রয়েছেন ১২ হাজার ৪৮২ জন। এই সংখ্যাটা অনেকটাই বেড়েছে। বেড়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যাও, ৮৬ হাজার ৯৫২ জন। সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ৷ বাংলায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে৷ ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৪৪ জন৷ এর মধ্যে করোনায় মৃত্যু ১৭২ জনের৷ বাকি ৭২ জনের মৃত্যু কো মর্বিডিটির কারণে৷
নতুন করে আক্রান্ত ছিল ১৪৮ জন৷ মোট আক্রান্ত ছিল ২,৮২৫ জন৷ নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল ৪৭ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা ছিল ১,০০৬ জন৷ রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৫৭৫ জন৷ কলকাতায় মোট মৃতের সংখ্যা ছিল ১৬৫ জন৷ এর মধ্যে করোনায় মৃত্যু ১১৩ জনের৷ কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছিল ৫২ জনের৷
সোমবার পর্যন্ত কোন জেলায় কতজন আক্রান্ত ছিল৷ তা হল – কলকাতায় ৬১ জন, মোট ১৩৭২ জন৷ উত্তর ২৪ পরগণায় ২৬ জন, মোট ৩৮১ জন৷ হাওড়ায় ২৮ জন,মোট ৫৯৯ জন৷ হুগলি ৩ জন,মোট ১৫০ জন৷ দক্ষিণ ২৪ পরগণায় ১০ জন, মোট ৯৭ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন,মোট ১৮ জন৷ পূর্ব বর্ধমান ১ জন, মোট ১৪ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন,মোট ৫২ জন৷ বীরভূম ৪ জন,মোট ১১ জন৷ নদিয়া ২ জন,মোট ১৪ জন৷ মালদা ৯ জন,মোট ৩৪ জন৷ উত্তর দিনাজপুর ২ জন ,মোট ১০ জন৷ গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৬০ জন,হাওড়ায় ২৬, উত্তর ২৪ পরগণায় ১৫ ও মালদায় ১১ জন নতুন করোনা রোগীর খোঁজ মিলেছে। এছাড়াও, দার্জিলিং-এ এক মাস পরে নতুন ২ জন রোগীর সন্ধানও পাওয়া গিয়েছে মঙ্গলবার৷
Be the first to comment