তাণ্ডব শুরু আমফানের, ভেঙে পড়লো শহরের একটি বাড়ির কার্নিশ

Spread the love

শহরের আরও কাছে ঘূর্ণিঝড় আমফান। কলকাতায় বাড়ছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। ইতিমধ্যেই কলকাতার একটি পুরনো বাড়ির কার্নিশ ভেঙে পড়েছে। যদিও হতাহতের খবর নেই । ওই বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, আজ বেহালার পূর্ব পুটিয়ারী এলাকার একটি পুরনো বাড়ির কার্নিশ ভেঙ্গে পড়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার আধিকারিকরা৷ অন্যদিকে কলকাতার সব উড়ালপুল বন্ধ করে দেওয়া হল। শহরের সমস্ত উড়ালপুলের মুখে বসানো হল ব্যারিকেড। বন্ধ করে দেওয়া হয়েছে নিউটাউন বিশ্ববাংলা গেটের নিচের রাস্তা৷ পথচারীদেরও বিশ্ব বাংলা গেটের নীচ দিয়ে যেতে দেওয়া হচ্ছে না৷ বদলে বিকল্প রাস্তা দিয়ে যান বাহন যাচ্ছে৷

ক্রমশ কলকাতা দিকে এগিয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান৷ কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দূরে রয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। দিঘা থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার৷ এদিকে ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার আগে সতর্ক কলকাতা পুলিশ। সকালে বেলেঘাটা রাসমনি বাজারে দোকান বন্ধ রাখার নির্দেশ। বিপজ্জনক বাড়িগুলি থেকে সরে যেতে বলা হয় বাসিন্দাদের।

আলিপুর আবহাওয়া দফতর কলকাতায় সমস্ত অফিস, দোকান,বাজার সম্পূর্ণ বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল৷ ঘূর্ণিঝড় মোকাবিলা তৎপর কলকাতা পুরসভাও। কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের জোড়াবাগান এলাকায় চিহ্নিত করা হয় ৩টি বিপজ্জনক বাড়ি। বাসিন্দাদের সরানো হয়েছে স্থানীয় একটি স্কুল ও কমিউনিটি সেন্টারে। করোনা আবহে থার্মাল গান দিয়ে প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপার পর রাখা হয়েছে সামাজিক দূরত্ব মেনে।

কলকাতার উপর দিয়ে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে৷ এর ফলে কলকাতাকেও লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড়৷ শহরের বিপজ্জনক বাড়ি ও প্রচুর গাছ ভেঙ্গে পড়তে পারে৷ তাই বিপজ্জনক বাড়ি থেকে সরে যেতে বলা হয়েছে৷

এছাড়া আজ বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ ৭ জেলাকে লন্ডভন্ড করতে পারে ঘূর্ণিঝড়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে দুই ২৪ পরগনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পূর্ব মেদিনীপুর। কলকাতা ও উপকূলবর্তী জেলায় বইছে ঝোড়ো হাওয়া৷ শুরু হয়েছে বৃষ্টি৷ তার মাঝেই কলকাতায় ভেঙ্গে পড়ল একটি পুরনো বাড়ির কার্নিশ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*