আমফানের জের, কন্ট্রোল রুম থেকে নজর উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

Spread the love

কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই আছড়ে পড়তে চলেছে চরম শক্তিশালী সুপার সাইক্লোন আমফান। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের প্রভাব মারাত্মক ক্ষতি করতে পারে শহর কলকাতার। নবান্নর কন্ট্রোল রুম থেকে সমগ্র পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আমফান-এর মোকাবিলায় মঙ্গলবারই নবান্নে চালু হয়েছে কন্ট্রোল রুম।

ঝড়ের জেরে যে কোনও রকম বিপদে পড়লে ফোন করে জানাতে হবে এই কন্ট্রোল রুমে। সেখানে ৬০টি ফোন রয়েছে। ২৪ ঘণ্টা কাজ করবে এই কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড়ের জেরে কোথাও আটকে পড়লে, বা যে কোনও বিপদে ফোন করা যাবে এই নম্বরগুলিতে। ফোন করে সমস্যার কথা জানালেন প্রশাসনের তরফে সাহায্য পৌঁছে দেবেন আধিকারিকরা।

বুধবার সকালে এজেসি বসু রোডে পুলিশ ট্রেনিং স্কুলে (পিটিএস) জওয়ানদের বিক্ষোভ সামলে নবান্নে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন তিনি। রাতেও নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঝড়ের প্রভাব যেসব জায়গায় সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, কলকাতায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটারে পৌঁছতে পারে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা।

মঙ্গলবার রাতেই রাজ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ঢুকতে পারে বিকেল বা সন্ধ্যা নাগাদ। কিছুটা দেরি হলেই ভয়াবহ বিপদের মুখে পড়ে যেতে পারে উপকূলীয় এলাকা। কারণ, পৌনে ন’টার সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে জোয়ার। তাই আগে থেকে সবদিক ভেবেচিন্তে প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন। কলকাতা পুলিশের তরফেও খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম, যা আজ সকাল ৮টা থেকে চালু হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*