ধেয়ে আসছে ভয়ঙ্কর আমফান। ইতিমধ্যেই আমফান তাঁর শক্তি প্রদর্শন শুরু করেছে বাংলায়। দুপুর গড়াতেই বেড়ে চলেছে আমফানের তাণ্ডব। মারাত্মক জোরে হাওয়া, বৃষ্টিতে নাজেহাল কলকাতা শহর। ইতিমধ্যেই শহরের বহু রাস্তায় গাছপালা ভেঙে পড়ার খবর রয়েছে। তুফান হাওয়ায় তটস্থ ঘরবন্দি মানুষেরা। বিকেল ৫টাতেই অন্ধকার নেমে এসেছে কলকাতার আকাশে৷
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বুধবার সকাল থেকেইশহর জুড়ে বৃষ্টি শুরু হয়েছিল তবে হাওয়া সেরকম ছিল না। একদিকে করোনা অন্যদিকে আমফান ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টির দাপট যেমন বাড়তে শুরু করল, তেমন ভাবেই ঝড় শুরু হতে লাগলো। বেলা তিনটা থেকে ঝড়ের দাপট মারাত্মক।বিকাল চারটে নাগাদ ১০৫ কিলোমিটার বেগে ঝড় হতে শুরু করে কলকাতা দূরে আলিপুর আবহাওয়া দফতর জানায় এই ঝড়ের গতিবেগ বিকেল পাঁচটা নাগাদ আরও বাড়বে ৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের। আশঙ্কায় গৃহবন্দি হয়ে সেই প্রহর গুণছে শহরবাসী। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি গতিতে আছড়ে পড়বে আমফান। ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি। এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে চলেছে মেদিনীপুর ও দুই ২৪ পরগণা৷
Be the first to comment