ঘরোয়া বিমান চলাচল ২৫ মে থেকে, মানতে হবে নয়া নির্দেশিকা

Spread the love

প্রায় দু’মাস পরে দেশে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। দেশজুড়ে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত। তার আগেই ঘরোয়া বিমান চালুর নির্দেশ দিল কেন্দ্র।অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু হবে আগামী সপ্তাহেই। ২৫ মে থেকে।

বুধবার টুইট করে এমনটাই জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। ধাপে ধাপে বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি। তার জন্য নতুন গাইডলাইনও জানানো হবে বিমানমন্ত্রকের তরফে। মন্ত্রী বলেছেন, দেশের সমস্ত বিমানবন্দর ও এয়ারলাইন্সকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়ম মেনে যাত্রী চলাচলের প্রক্রিয়া ঠিক করার জন্য আলাদা নির্দেশিকা জারি হবে। সেটাও দ্রুত জানিয়ে দেওয়া হবে।

গত ১৭ মে তৃতীয় দফার লকডাউন উঠে যাওয়ার পরেই দেশে ঘরোয়া বিমান পরিষেবা চালু করার কথা ওঠে। বিমানমন্ত্রী বলেছিলেন, দেশের মধ্যে বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত কেন্দ্র একা নিতে পারে না। তার জন্য রাজ্যগুলির অনুমতির দরকার হয়। তবে সমস্ত এয়ারলাইন্সই তাদের পরিষেবা চালুর জন্য তৈরি বলে জানিয়েছিলেন পুরী।

বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ঘরোয়া বিমান চালু হলেও যাত্রী চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। বাধ্যতামূলক মাস্ক, পারস্পরিক দূরত্ব বিধি মেনে চলা ইত্যাদি। বিমান মন্ত্রক সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, বিমানে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে মাঝখানের আসনের টিকিট বিক্রি করা যাবে না। জানলার পাশে এবং ধারের আসনে যাত্রীরা বসবেন। কিন্তু একাধিক সংস্থা জানিয়ে দেয়, এই শর্তে তারা উড়ান চালাবে না। তদের যুক্তি, জানলা ও ধারের আসনের মধ্যে দূরত্বও তো বেশি নয়। একেবারে ঠিক ভাবে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হলে তো একটি সারিতে দু’জনের বেশি যাত্রী বসানো যাবে না। পরে বিমান মন্ত্রক যে নিয়মাবলি বানায় তাতে সব বিমানেই শেষ তিনটি সারির আসন খালি রাখার কথা বলা হয়। এতেও আপত্তি জানায় উড়ান সংস্থাগুলি। বিমানমন্ত্রী জানিয়েছেন, এবার বিমান পরিষেবা শুরু হলে নয়া গাইডলাইন সামনে আনা হবে। সেটা বিস্তরিত জানিযে দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*