পশ্চিমবঙ্গের উপকূল এলাকা প্রবল ক্ষতিগ্রস্ত, অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে আমফান তাণ্ডবে। বুধবার রাতে কলকাতায় এমনই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রবল দাপটে কলকাতার অবস্থা তথৈবচ। বাংলাদেশেও বাড়ছে মৃত্যু। বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা তছনছ করে সুন্দরবনে ধাক্কা খেয়ে দূর্বল হয়েই বাংলাদেশে ঢুকেছে আমফান।
খুলনা বিভাগের সাতক্ষীরায় প্রবল ঝড়ো হাওয়া বইছে। বাংলাদেশে প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যু সংবাদ এসেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলার জনজীবন বিপর্যস্ত। সাগর সংলগ্ন বহু এলাকার বাড়ি ঘর ভেঙেছে। হয়েছে ট্রলার ডুবি। বিবিসি জানাচ্ছে এই খবর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশে বুধবার রাতেই দ্বিতীয় আঘাত হানতে পারে।ঘূর্ণিঝড়টি বিকাল ৪টার পর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে আঘাত হানে।
তবে পশ্চিমবঙ্গের তিন উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা প্রবল ক্ষতির মুখে। শুরু হয়েছে উদ্ধার কাজ। ত্রাণ শিবিরে বহু মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালেও একই অবস্থা। উপকূলীয় এলাকার বহু মানুষ গৃহহীন।
Be the first to comment