ঘূর্ণিঝড় আমফানে বহু ক্ষতি হয়েছে বাংলার৷ ক্ষতিপূরণে কেন্দ্র সরকারের কাছে সাহায্য চাইল পশ্চিমবঙ্গ৷ বৃহস্পতিবার নবা্ন্নে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘুরে দেখার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী৷ বুধবার ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা৷ যা আগে দেখেনি বাংলা৷ বুধবার রাতেই এই ঘূর্ণিঝড়ে ব্যপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷
এদিন বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পেয়ে নবান্নে সাংবাদিকে বৈঠকে আমফান পরবর্তী নিয়ে রাজ্যের আমলা ও রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ আগামী সাত দিনের মধ্যে ক্ষতিপূরণের রিপোর্ট দিতে হবে৷ এলাকার জনপ্রতিনিধিদের এমনটাই পরিষ্কার জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷
ঘূর্ণিঝড় আমফানে রাজ্যাের যোগোযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷ সব ব্রিজ বন্ধ ইলেকট্রিসিটি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে৷ পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে৷ কৃষি ক্ষেত্র সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
খারাপ পরিস্থিতিতে মানুষের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে তিনটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমটা হল করোনা, দ্বিতীয়টা হল পরিযায়ী শ্রমিক ও তৃতীয় এই আমফান। এতটা ক্ষতি হবে, এমনটা আশা করেননি বলে দাবি করেম মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের কোথায়, কিভাবে রাখবেন সেই উদ্বেগের কথাও প্রকাশ করেন মমতা। রাজনীতি না করে কেন্দ্রের কাছে সাহায্যের আর্জিও জানান তিনি। সব ঠিক করতে ৪-৫ দিন সময় লাগবে বলেও উল্লেখ করেছেন।
Be the first to comment