আমফানের ধাক্কায় বিপর্যস্ত বাংলা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে দক্ষিণবঙ্গ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘূর্ণিঝড়ে রাজ্যে এখন পর্যন্ত ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এক মধ্যে কলকাতায় মারা গিয়েছেন ১৫ জন৷
বৃহস্পতিবার ঘূর্ণিঝড় পরবর্তী বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের উচ্চপদস্থ আমলা ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাবদিক বৈঠকে করেন৷ পরের দিনই ক্ষতিপূরণ ঘোষনা করলেন মমতা৷ মৃতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এ পর্যন্ত রাজ্যে মোট ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এর মধ্যে কলকাতাতে মারা গিয়েছেন ১৫ জন৷ সারা রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান মমতা৷ কলকাতায় যে সব এলাকায় মৃত্যু হয়েছে তা হল, বেনিয়াপুকুর, গিরিশ পার্ক ও রিজেন্ট পার্ক এলাকায় দু’জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
এছাড়াও আলিমুদ্দিন, রিপন স্ট্রিট, জোড়াসাঁকো, পণশ্রী, মানিকতলা, কয়েরা, বড়বাজার, ওয়াটগঞ্জ এবং বালিগঞ্জে একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় গাছ পড়ে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানান মমতা ৷ বুধবার রাতেই ঝড় থামার পর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ দুই চব্বিশ পরগনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আর বৃহস্পতিবার বাংলার ক্ষয়ক্ষতি জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্ত্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই চব্বিশ পরগনায়৷ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ১৭ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে এথনও পর্যন্ত সরকারীভাবে জানানো হয়েছে৷ এছাড়াও রাণাঘাটে ৬ জন, হাওড়া ৭ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবেচেয়ে বেশি লোক মারা গিয়েছেন ডায়মন্ড হারবারে৷ এখানে আমফান কেড়ে নিয়েছে ৮ জনের প্রাণ৷ এছাড়াও বাইরপুরে ৬ জন এবং সুন্দরবনে ৪ জন মারা গিয়েছে৷ মৃত্যদের পরিবারকে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
Be the first to comment