রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানালেন রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমানো হলো। এদিন তিনি জানান, মনিটারি পলিসি কমিটি এক অনির্ধারিত বৈঠকে বসে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে রেপো রেট কমানোর। ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে তা এখন গিয়ে দাঁড়ালো ৪ শতাংশ যেটা আগে ছিল ৪.৪ শতাংশ।
রেপো রেট কমানোর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হলেও রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি ৫:১ অনুপাতে ভোটের ভিত্তিতে তা কতটা কমানো হবে তা ঠিক হয় বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।
এদিকে পাশাপাশি আবার লকডাউনের সময় আর্থিক চাপের কথা চিন্তা করে ঋণ পরিশোধের মোরাটরিয়ামের সময় আরও তিন মাস বৃদ্ধি করা হলো। অর্থাৎ আগে যেটা মার্চ থেকে মে করা ছিল সেটা আরও তিন মাস ১ জুন থেকে ৩১ অগাস্ট বাড়িয়ে দেওয়া হল।
Be the first to comment