একদিনে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড ভারতের। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৬০০০। শুধুমাত্র বৃহস্পতিবার ভারতের আক্রান্ত হয়েছে ৬০৮৮ জন। ভারতের আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৮৩। ৪৮০০০ মানুষ সুস্থ হয়েছেন। বর্তমানে ৬৬,৩৩০ জন চিকিৎসাধীন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮,৫৩৩ জন।
আগামী ৩১ মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন। এই ১৪ দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে।
পাশাপাশি যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রক। জুন মাসের শুরু থেকে প্রতিদিন ২০০টি ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে। এক্ষেত্রেও যাত্রীদের ফেস মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চড়তে হবে বলে জানানো হয়েছে। এই ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে না।
এর আগে প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১২ই মে থেকে চালু হয় ট্রেন পরিষেবা, তবে শর্তসাপেক্ষে। কোনও কোনও ট্রেন চলে সপ্তাহে ২ দিন, কোনওটা ৩ দিন আবার কোনও ট্রেন চলে প্রত্যেকদিনই। এই বিশেষ এসি ট্রেনগুলিতে যাত্রা কিছুটা নিয়ম মেনে করানো হচ্ছে। এই ট্রেনে চড়া যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আরোহীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে বলে জানানো হয়েছিল।
Be the first to comment