আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণের জন্য মুখ্যমন্ত্রীর তহবিলে ব্যক্তিগত ভাবে ৫০ লক্ষ টাকা দান করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ঘূর্ণিঝড়ের অভিঘাত প্রকৃতপক্ষে কতটা, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তৈরির আগেই ব্যক্তিগত উদ্যোগে এই প্রথম কেউ এত বড় অনুদানের কথা ঘোষণা করলেন।
আজ শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার বিপর্যস্ত এলাকা হেলিকপ্টারে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেনন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, তিনিও সঙ্গী হবেন মোদী-মমতার। বিপর্যস্ত এলাকা কপ্টারে ঘুরে দেখেন তিনিও।
হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালকেও নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সচিবালয়ের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Be the first to comment