২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৬৫৪, একলাফে করোনা আক্রান্ত বেড়ে ১,২৫,১০১

Spread the love

করোনা মহামারীর প্রকোপ উত্তরোত্তর বেড়েই চলেছে ভারতে। শুক্রবারও ফের একধাক্কায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৬,৬৫৪ জন। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১০১। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭২০।

মুম্বইতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে রেজাল্ট জানানো হয়। সমস্ত বেসরকারি ল্যাবরেটরিগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছ। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মোট ১.১৫ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে।

পাশাপাশি যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে রেলমন্ত্রক। জুন মাসের শুরু থেকে প্রতিদিন ২০০টি ট্রেন চলবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে। এক্ষেত্রেও যাত্রীদের ফেস মাস্ক লাগিয়ে ও সামাজিক দূরত্ব মেনে ট্রেনে চড়তে হবে বলে জানানো হয়েছে। এই ট্রেনগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হবে না।

এর আগে প্রাথমিকভাবে ১৫ জোড়া বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১২ই মে থেকে চালু হয় ট্রেন পরিষেবা, তবে শর্তসাপেক্ষে। কোনও কোনও ট্রেন চলে সপ্তাহে ২ দিন, কোনওটা ৩ দিন আবার কোনও ট্রেন চলে প্রত্যেকদিনই। এই বিশেষ এসি ট্রেনগুলিতে যাত্রা কিছুটা নিয়ম মেনে করানো হচ্ছে। এই ট্রেনে চড়া যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আরোহীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে বলে জানানো হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*