ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত ও চিনের মধ্যে। গত বুধবার লাদাখে ভারতীয় সেনার একটি টহলদারি দল ও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের কয়েকজন সদস্যকে চিনা বাহিনী আটকে রাখে বলে জানা গিয়েছে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কিছুদিন ধরেই লাদাখ সিকিম সীমান্তে উত্তেজনা বাড়ছে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে। গত বুধবার লাদাখের ঘটনায় সীমান্ত সংঘাত নতুন আকার নিল বলে মনে করা হচ্ছে। ভারত ও চিন বাহিনীর কম্যান্ডারদের মধ্যে সীমান্ত বৈঠকের পর ভারতীয় জওয়ানদের ছেড়ে দেওয়া হয়। লাদাখে প্যাংগং লেকের কাছে এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর তরফে পুরো বিষয়টি বিস্তারিত ভাবে প্রধানমন্ত্রীর দফতরে জানানো হয়েছে।
ভারত ও চিনা বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা গিয়েছে। এরপর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত আকার নেয়। ভারতীয় জওয়ানদের আটকে রাখার পাশাপাশি তাঁদের অস্ত্রও ছিনিয়ে নেয় চিনা সেনা। পরে অবশ্য মুক্তি দেওয়ার সময় অস্ত্র ফিরিয়ে দেয় তারা।
Be the first to comment