সাইক্লোন আমফানের পরবর্তী রাজ্যের পরিষেবা নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় । এর আগেও ট্যুইটে তিনি রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । ফের মুখ খুললেন রাজ্যের সাধারণ মানুষের পরিস্থিতি নিয়ে ।
এ দিনের ট্যুইটে রাজ্যপাল লেখেন, ‘৩ দিন আগেই সেনা নামানো যেত ।’ বিপর্যয়ের তিন দিন পর গতকালই সেনার সাহায্য চেয়েছে রাজ্য সরকার । শনিবার বিকেল থেকেই জোরকদমে শহর জুড়ে কাজ শুরু করে দেয় সেনা । রাস্তায় পড়ে থাকা গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জল, বিদ্যুৎ ফেরানোর কাজ শুরু করেছে সেনা । রাজ্যপালের অভিযোগ আগেই কেন এই পদক্ষেপ গ্রহণ করা হল না ।
এছাড়াও রাজ্যপাল এ দিন লেখেন, রাজ্যের উচিত ক্ষতিপূরণ নিয়ে সঠিক তথ্য জানানো । কেন্দ্রকে সঠিক তথ্য জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি । পাশাপাশি তিনি লেখেন, রাজ্যের পরিস্থিতিতে তিনি ব্যথিত । সাধারণ পরিষেবা পাচ্ছেন না মানুষ । মৌলিক অধিকারটুকুও পাচ্ছেন না তাঁরা । পরিষেবা ফেরাতে তৎপর হোক রাজ্য ।
তবে এর পাশাপাশি রাজ্যবাসীকে শান্ত থাকতে ও একটু সহ্য করতেও অনুরোধ করেন রাজ্যপাল ।
Be the first to comment