ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমফানের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ৷ শহরের বেশ কিছু জায়গায় এক টানা বিদ্যুৎ বিভ্রাটে রীতিমতো নাজেহাল শহরবাসী ৷ বহু জায়গায় এই নিয়ে অবরোধ, প্রতিবাদেও নেমেছিলেন শহরের মানুষ ৷ শহরের বিদ্যুতের সমস্যা দ্রুত মেটাতে CESC-এর আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তিনি ও মুখ্যসচিব কথা বলেছেন বলে জানিয়েছেন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সম্প্রতি CESC-এর পক্ষ থেকে এক ট্যুইটে জানানো হল, ‘গত ৩ দিনে আমাদের ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে ৮৫ শতাংশ মানুষের কাছে ফের বিদ্যুৎ ফিরিয়ে দিতে পেরেছি ৷ খুব শীঘ্রই গোটা শহরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য যথা সাধ্য চেষ্টা করছি ৷ আমাদের প্রতি আস্থা ও ধৈর্যশীল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে ধন্যবাদ ৷ ’
Be the first to comment