ফের কোরোনায় মৃত্যু চিকিৎসকের । গতকাল মৃত্যু হয় AIIMS-এর বর্ষীয়ান চিকিৎসক জিতেন্দ্রনাথ পাণ্ডের । তিনি AIIMS-এর পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ছিলেন । গত সপ্তাহ পর্যন্ত কোরোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করেছেন । মঙ্গলবার সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় হোম আইসোলেশনে ছিলেন । জানা গেছে, তাঁর স্ত্রী-ও কোরোনায় আক্রান্ত ।
গতকাল AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার চিকিৎসক পাণ্ডের শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী-ও । কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাঁরা দু’জনেই হোম আইসোলেশনে ছিলেন । আমাদের তরফে রোজই ওঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হত । গতকালও তিনি সকাল থেকে সুস্থই ছিলেন । রাতে খাবার পর শুয়ে পড়েন । ঘুমের মধ্যেই অ্যাকিউট কার্ডিয়াক ইভেন্টে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে ।
এবিষয়ে এই বর্ষীয়ান চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে চিকিৎসক সংগীতা রেড্ডি বলেন, “এমন একজন কঠোর পরিশ্রমী, চিকিৎসা জগতের অত্যন্ত পরিচিত ব্যক্তিকে কেড়ে নিল কোরোনা । আশা করি, পালমোনোলজি বিভাগে তাঁর এতদিনের কাজ, বহু রোগীকে সুস্থ করতে সাহায্য করবে ।”
অন্যদিকে, শুক্রবারই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের একজন মেস কর্মীর কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
রাজধানীতে দিন দিন কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাদ পড়ছেন না চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা । ইতিমধ্যেই এখানকার হিন্দু রাও, ,বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতাল, দিল্লি ক্যানসার ইনস্টিটিউটের মতো হাসপাতাল কোরোনা সংক্রমণের জেরে সিল করা হয়েছে ।
Be the first to comment