দিলীপ ঘোষকে এবার নন্দকুমারে আটকালো পুলিশ

Spread the love

দক্ষিণ ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুর ৷ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ নন্দকুমারের শ্রীকৃষ্ণপুরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দিলীপ ঘোষের গাড়ি আটকানো হয় ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় স্থানীয় BJP নেতা-কর্মীদের ৷

আমফান ও কোরোনা ভাইরাসের জেরে নিজের সংসদীয় এলাকার মানুষ কেমন আছেন, তা খতিয়ে দেখতে আজ মেদিনীপুরে যান BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নন্দকুমার যাওয়ার পথে ৪১ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় খঞ্চি এলাকায় তাঁর গাড়ি আটকান কয়েকজন তৃণমূল কর্মী ৷ জল ও বিদ্যুতের দাবি জানাতে থাকেন তাঁরা ৷ অনেকে ‘‘গো ব্যাক’’ স্লোগানও দেন ৷ ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ BJP-র ৷ বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষের গাড়ি জাতীয় সড়ক ছেড়ে গ্রামের রাস্তা ধরে ৷ অভিযোগ, নন্দকুমার ঢোকার দু’কিলোমিটার আগে শ্রীকৃষ্ণপুরে বিশাল পুলিশবাহিনী তাঁর গাড়ি আটকে দেয় ৷ সেখানে BJP কর্মী ও সমর্থকরা এসে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ‘‘জয় শ্রী রাম’’ ধ্বনি দেন ৷

পুলিশের বাধা পেয়ে শ্রীকৃষ্ণপুরে স্থানীয় মানুষের মধ্যে স্যানিটাইজ়ার ও মাস্ক বিলি করেন দিলীপ ঘোষ ৷ তারপর তমলুকে ফিরে যান ৷ ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের কোনও কাজ নেই ৷ যারা ঘূর্ণিঝড় ও কোরোনায় আক্রান্ত, তাঁরা খাবার-জল পাচ্ছেন না ৷ আমি যাচ্ছি বলে আমাকে আটকানো হচ্ছে ৷ পুলিশ দিয়ে আটকানোর ক্ষমতা নেই বলে মানুষ দিয়ে আটকাচ্ছে ৷’’ মানুষের এই বিপদের সময় তৃণমূল রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*