বাংলায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়ালো

Spread the love

গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা কমলেও, বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২০০ ছাড়াল৷ একদিনে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে মৃত্যু হয়েছে তিন জনের৷

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘন্টায় ২০৮ জন আক্রান্ত হয়েছেন৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৬৭ জনে৷ অন্যদিকে এদিনে ৯,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে৷ এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিল ১৫৬ জন৷ এবার সেই রেকর্ড ভেঙ্গে গেল বাংলায়৷

এ দিকে, রবিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘আমি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। বিমান সফর শুরুর করার প্রয়োজনীয়তার কথা আমি বুঝি। তবুও আমাদের যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তার জন্য আরও কিছুটা সময় দরকার।’

আগামী ১৫টি দিন খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বহু মানুষের গতিবিধি বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই কারণে আক্রান্তের সংখ্যাও আরও বাড়তে পারে। কাজেই খুব ধীরে ধীরে সবকিছু চালু করতে হবে। আমরা এখনই লকডাউন তুলব না। আমরা বলতে পারছি না যে, ৩১ মে-র মধ্যে লকডাউন উঠে যাবে। বর্ষার সময় বাড়তি সতর্কতা নিতে হবে।’

রবিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে তিন জনের মৃত্যু হয়েছে৷ ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭২ জন। এর মধ্যে ৭২ জনের কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে৷ নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে,তার মধ্যে ২ জন কলকাতার আর একজন হুগলির বাসিন্দা৷

নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছে, এর মধ্যে কলকাতায় রয়েছেন ৫২ জন, হাওড়ায় ৪৮ জন, মালদায় ৩১ জন, হুগলি ও উত্তর ২৪ পরগণায় ২১ জন করে, উত্তর দিনাজপুরে ১৩ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ২,০৫৬ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫৮ জন৷ ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৩৩৯ জন৷ রাজ্যের মোট ৬৯টি কোভিড হাসপাতালে ৮,৭৮৫টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*