প্রয়াত হকি খেলোয়াড় বলবীর সিং; শোকপ্রকাশ করলেন মোদী, মমতা

Spread the love

প্রয়াত হলেন বিখ্যাত হকি খেলোয়াড় বলবীর সিং। তিনবার অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছিলেন তিনি। কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৯৫ বছরে চলে গেলেন এই প্রাক্তন খেলোয়াড়, ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।

গত ৮ মে বলবীরকে ভর্তি করা হয় মোহালির ফোর্টিস হাসপাতালে। সেখানকার ডিরেক্টর অভিজিৎ সিংহ জানিয়েছেন সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ বলবীরের মৃত্যু হয়েছে। পরিবার বলতে তাঁর আছেন মেয়ে সুশবীর ও তিন ছেলে কানওয়ালবীর, করণবীর ও গুরবীর। প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বলবীরে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যায়। ১৮ তারিখ থেকে সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন তিনি।

দেশের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট বলবীর সিনিয়র একমাত্র ভারতীয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি যাঁকে তাদের বেছে নেওয়া আধুনিক অলিম্পিক ইতিহাসের ১৬ জন প্রবাদপ্রতিম তারকার মধ্যে রেখেছে। অলিম্পিক ফাইনালে তাঁর করা সর্বাধিক গোলের রেকর্ড এখন পৃথিবীতে কেউ ভাঙতে পারেননি।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*