করোনা আতঙ্ক নিয়েই দু’মাস পর শুরু বিমান পরিষেবা, তালিকায় নেই বাংলা

Spread the love

অবশেষে সোমবার সকাল থেকে দেশজুড়ে শুরু হল অভ্যন্তরীণ বিমান পরিষেবা। শর্তসাপেক্ষে বিমান চালানোর অনুমতি দিয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সরকার। আপাতত আংশিকভাবে এই দুই রাজ্যেও চালু হয়েছে বিমান পরিষেবা। যদিও ঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গেও এদিন বিমান পরিষেবা শুরু করা যায়নি। ২৮ মে বাংলায় শুরু হবে বিমান পরিষেবা।

সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাদে দেশজুড়ে শুরু হয়েছে অসামরিক বিমান পরিষেবা। করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে গত দু’মাস ধরে দেশে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। তার জেরে দেশের অন্যান্য একাধিক ক্ষেত্রের পাশাপাশি দারুণ অর্থ-সংকটে পড়ে বিমান সংস্থাগুলিও। তবে সোমবার থেকে দেশে ফের বিমান পরিষেবা চালু হওয়ায় আপাতত স্বস্তিতে বিমান পরিবহণ সংস্থাগুলি।

সোমবার সকালেই টুইট করেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। টুইটে তিনি লেখেন, ‘বন্দে ভারত মিশনের মাধ্যমে ইতিমধ্যেই বিদেশ থেকে ৩০ হাজার ভারতীয়কে ফেরানো হয়েছে। আজ থেকে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হচ্ছে।’ যাত্রী পরিষেবা বন্ধ রাখা হলেও করোনা চিকিৎসা সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে এয়ার ইন্ডিয়া। এই প্রসঙ্গেও টুইটে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী বলেন, ‘২৬ মার্চের পর আমরা ৯১৭ টন চিকিৎসা সামগ্রী উড়িয়ে এনেছি।’

সোমবার ভোর থেকেই দেশের বিভিন্ন বিমানবন্দরে পরিষেবা চালু হয়। তবে পরিষেবা চালু হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে। বিমানবন্দর বা বিমানের ভিতরেও সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে। এরই পাশাপাশি থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশন, আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার মতো সতর্কতামূলক পদক্ষেপের দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*