প্রধানমন্ত্রীর ঘোষণা মতোই বাংলার জন্য ১০০০ কোটি টাকা পাঠালো কেন্দ্র

Spread the love

আমফান পরিস্থিতি নিজের চোখে দেখে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন করেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আকাশপথে রাজ্যের ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার অর্থ সাহায্যের ঘোষণা করেন তিনি ৷

আমফান বিধ্বস্ত বাংলাকে দেখতে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই রাজ্যে আসার সিদ্ধান্ত নেন মোদি ৷

শুক্রবার প্রধানমন্ত্রী আর্থিক সাহায্য ঘোষণা করার পর অর্থমন্ত্রকের তরফে সেই বরাদ্দের অনুমোদন দেওয়া হল ৷ পাশাপাশি এটা জানানো হয়েছে যে কেন্দ্রীয় একটি দল বাংলায় এসে আমফানে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখবে ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে দেওয়া এই অর্থ পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্তদের কাছে সেই সাহায্য দ্রুত পৌঁছে দেবে ৷ প্রধানমন্ত্রী আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্রীয় দল ক্ষয়ক্ষতির হিসাব করবে ৷ প্রয়োজনে আরও সাহায্য করা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*