একদিনে সর্বোচ্চ ৯,২২৫ জনের করোনা টেস্ট হয়েছে৷ সেই তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৯ জন৷ রবিবারের বুলেটিনের তথ্য অনুযায়ী,শনিবার থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ৯,২১৬ টি নমুনা পরীক্ষা হয়েছিল৷ সেখানে ২০৮ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল৷
মনে করা হয়েছিল,টেস্ট বাড়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে৷ কিন্তু সোমবারের বুলেটিনে দেখা গেল টেস্টের সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়ার সম্পর্ক নেই৷ কারণ রবিবার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ করোনা টেস্ট হয়েছে৷ সেই তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়েনি৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪৯ জন৷
এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ০৪৯ জনের৷ বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে৷ রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ৬ জন৷ এর মধ্যে কলকাতার ৪ জন৷ বাকি দুই জনের একজন উত্তর ২৪ পরগণার এবং হাওড়ার বাসিন্দা৷ এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৮৷ এর মধ্যে ৭২ জনের কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে৷
এই পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ২,১২৪ জন৷ এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৩,৮১৬ জন৷ চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৪১৪ জন৷ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৭৫ জন৷ শতাংশের হিসেবে ৩৭.০৫ শতাংশ৷ বলা যায় সুস্থতার হার অনেকটাই বেড়েছে৷
এছাড়া বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ২,০৫৬ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫৮ জন৷ ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,৩৩৯ জন৷ রাজ্যের মোট ৬৯টি কোভিড হাসপাতালে ৮,৭৮৫টি বেড রয়েছে, আইসিইউ বেড আছে ৯২০টি। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ২,১২৪ জনের।
রবিবারের বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা কমলেও, বেড়েছিল আক্রান্তের সংখ্যা৷ বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২০০ ছাড়িয়েছিল৷ একদিনে যা সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা ৷ নতুন করে মৃত্যু হয়েছিল তিন জনের৷ এছাড়া গত ২৪ ঘন্টায় ২০৮ জন আক্রান্ত হয়েছিল৷ ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,৬৬৭ জনে৷ অন্যদিকে এদিনে ৯,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ৷
বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৩টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে৷ এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিল ১৫৬ জন৷ এবার সেই রেকর্ড ভেঙ্গে গেল বাংলায়৷ গত ২৪ ঘন্টায় ২০৮ জন আক্রান্ত হয়েছেন৷
তবে স্বাস্থ্য দফতর সূত্রে খবর, একদিনে ৯,২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ৷ তার জন্য একদিনে করোনা আক্রান্তের সংখ্যাটাও বেড়েছে৷ এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৮২৪ জনের৷ একদিনে তিন জনের মৃত্যু হয়েছিল৷ ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭২ জন। এর মধ্যে ৭২ জনের কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে৷ নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে,তার মধ্যে ২ জন কলকাতার আর একজন হুগলির বাসিন্দা৷ নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছিল, এর মধ্যে কলকাতায় রয়েছেন ৫২ জন, হাওড়ায় ৪৮ জন, মালদায় ৩১ জন, হুগলি ও উত্তর ২৪ পরগণায় ২১ জন করে, উত্তর দিনাজপুরে ১৩ জন।
Be the first to comment