সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ির ছাদে ঈদের নামাজ পড়লেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে চলছে লকডাউন। তার মাঝেই গতকাল ছিল খুশির ঈদ।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলবো, এবছর বাড়িতেই ঈদের নামাজ পড়ুন।” এর আগেও ইমামদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয় লকডাউন বাড়ানোর জন্য।
গতকাল নামাজ শেষে বিধায়ক ইদ্রিশ আলি বলেন, ‘দেশজুড়ে করোনা মহামারী থেকে বাঁচতে আমাদের বাড়িতেই থাকতে হবে। ঈদের খুশি পরের বছরও পালন করা যাবে।’ তিনি বলেন, ‘ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সকল সংখ্যালঘু ভাইদের বাড়িতে থেকেই নামাজ পড়তে অনুরোধ জানিয়েছেন, করোনা থেকে বাঁচতে সেটাই করা উচিত আমাদের। তিনি বলেন, আমি নিজেও কেন্দ্রের সকল মানুষের কাছে আবেদন রেখেছি বাড়িতে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখেই নামাজ পড়তে।’
Be the first to comment