বিরাট হামলা থেকে রক্ষা পেলো পুলওয়ামা, উদ্ধার ২০কেজি IED বোঝাই গাড়ি

Spread the love

আবারও বড়সড় হামলার থেকে রক্ষা পেল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা। বিরাট গাড়ি বোমা বিস্ফোরণ রুখে দিল বাহিনী। বিস্ফোরক বোঝাই একটি গাড়িকে থামাতেই চম্পট দেয় চালক। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ২০ কেজি IED। যা ভয়ংকর বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

পুলিশ জানিয়েছে, গড়িটির রেজিস্ট্রেশন নম্বর ভুয়ো ছিল। বৃহস্পতিবার সকালে একটি চেকপয়েন্টে গাড়িটিকে থামতে বলা হয়। কিন্তু তা না-শুনে গতি বাড়িয়ে ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করে চালক। পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, ‘নিরাপত্তা রক্ষীরা গুলি চালাতে শুরু করে। চালক পালাতে সক্ষম হয়। কিন্তু IED বোঝাই গাড়িটা ফেলে যায় সে। সম্ভাব্য হামলার কথা আমরা গোয়েন্দাদের থেকে জানতে পেরেছিলাম। তারপর থেকেই আমরা IED বোঝাই গাড়ি খুঁজে বেড়াচ্ছি।’

পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড IED-সহ গাড়িটি ধ্বংস করে দেয়। বিরাট বিস্ফোরণে এলাকার বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ, সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর যৌথ অভিযানে হামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে এই পুলওয়ামাতেই বিরাট হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। জইশের হামলায় শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। এরপরই ভারত ও পাকিস্তানের তিক্ততা চরমে ওঠে। গত দু মাসে ফের সন্ত্রাসবাদী হামলার চেষ্টা চলে জম্মু ও কাশ্মীরে। শহিদ হন অফিসার-সহ ৩০ নিরাপত্তা রক্ষী। এই সময়ে খতম করা হয়েছে ৩৮ জন সন্ত্রাসবাদীকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*