স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ীই লকডাউন ৪ পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করতে চায় কেন্দ্রীয় সরকার। এব্যাপারে আলোচনা করছে প্রধানমন্ত্রীর দফতর। দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গত কয়েকদিনে দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সব দিক খতিয়ে দেখেই পরবর্তী পরিকল্পনা করবে কেন্দ্র।
লাগামছাড়া সংক্রমণে নাস্তানাবুদ দেশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৫৩১। এখনও পর্যন্ত ৬৭ হাজার ৬৯২ জন করোনামুক্ত হয়েছেন। আগামী ৩১ মে শেষ হতে চলেছে লকডাউন ৪।
জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক ও স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে আগামী ১ জুন থেকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়ার ভাবনা কেন্দ্রীয় সরকারের। আপাতত সেই বিষয়গুলি নিয়েই চূড়ান্ত পর্বের আলোচনায় ব্যস্ত প্রধানমন্ত্রীর দফতর। তবে লকডাউন পরবর্তী ক্ষেত্রেও রাজ্যগুলির মতামত নিয়েই এগোনর পক্ষপাতী কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত নিতে চায় কেন্দ্র।
অন্যদিকে, পঞ্চম দফার লকডাউন ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ৩১শে মে মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা হতে পারে পঞ্চম দফা লকডাউনের। এবার আরও ছাড়ের কথা জানাতে পারে কেন্দ্র। এমনটাই জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম।
সূত্রের খবর এই দফায় দেশের ১১টি শহরের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র। যে শহরগুলিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি, সেই এলাকাগুলিতে বিশেষ কড়াকড়ি রাখা হবে বলে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা,পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর ও সুরাট। এই শহরগুলির ওপর নজর রাখা হবে বলে খবর। এর মধ্যে আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, পুনে ও মুম্বইয়েই দেশের মোট আক্রান্তের ষাট শতাংশ রয়েছে। ফলে এই জায়গাগুলির দিকে মনোযোগ দিতে চাইছে কেন্দ্র।
অন্যদিকে, গোটা দেশে বেড়েই চলেছে মারণ ভাইরাসের সংক্রমণ। দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৯৪৮। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করেনাায় আক্রান্ত হয়ে ১ হাজার ৮৯৭ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। এখনও পর্যন্ত তামিলনাড়ুতে ১৮ হাজার ৫৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ১৩৩।
Be the first to comment